জেনে নিন কম্পিউটার নেটওয়ার্ক কি? কত প্রকার প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য

আমাদের সমাজের প্রায় ৯৯% মানুষ নেটওয়ার্ক ব্যাবহার করে। কিন্তু অনেকেই জানেনা নেটওয়ার্ক কি কত প্রকার প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য কি। তাই এ বিসয় বিস্তারিত আলচনা করা হয়েছে এই আর্টিকেলে।

কম্পিউটার নেটওয়ার্ক কি

কম্পিউটার নেটওয়ার্ক হলো  ডিভাইসগুলির মধ্যে তথ্য সংযোগের একটি মাধ্যম। এটি সাধারণভাবে ডেটা  ভাগ করা হয়, অ্যাপ্লিকেশন এবং প্রগ্রাম করতে সক্ষম হয় এবং অনুমোদিত ডিভাইসের মাধ্যমে তথ্যের আদান-প্রদানের সুবিধা প্রধান করে থাকে।

আপনারা জারা এই বিসয় গুলো না জানেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। কারন ধিরে ধিরে টেকনোলজি আগ্রেট হচ্ছে। তার সাথে সাথে আপনার জানার খমতাকেও আপগ্রেট করতে হবে। আর কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আপনি বিস্তারিত জানলে অনলাইন প্রতারনার থেকে নিজেকে বাচাতে সক্ষম হবেন।

বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পর্ণ পরুন

কম্পিউটার নেটওয়ার্ক কি?

কম্পিউটার নেটওয়ার্ক হলো  ডিভাইসগুলির মধ্যে তথ্য সংযোগের একটি মাধ্যম। এটি সাধারণভাবে ডেটা  ভাগ করা হয়, অ্যাপ্লিকেশন এবং প্রগ্রাম করতে সক্ষম হয় এবং অনুমোদিত ডিভাইসের মাধ্যমে তথ্যের আদান-প্রদানের সুবিধা প্রধান করে থাকে।

স্বাধারনত কম্পিউটার নেটওয়ার্ক তিনটি ভাগ করা হয়েছে। এটি তিনটি প্রটকলের মাধ্যমে কাজ করে থাকে।

  • ডিভাইস।
  • কানেকশন মাধ্যম।
  • প্রোটোকল।

০১) ডিভাইসঃ  ডিভাইস হলো যেসব ফিজিক্যাল পন্য বা প্রডাক্ট নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রধান করতে পারে। যেমন কম্পিউটার, ল্যপটপ, স্মার্টফোন, রাউটার, সুইচ ইত্যাদি।

০২) কানেকশন মাধ্যমঃ কম্পিউটার নেটওয়ার্কের তথ্যের আদান-প্রদানের জন্য যে সব মাধ্যম ব্যবহৃত হয়ে থাকে , যেমন এথারনেট কেবল, ওয়াইফাই, ওপটিকাল ফাইবার ইত্যাদি।

০৩) প্রোটোকলঃ নেটওয়ার্কে ডিভাইসগুলি তথ্য প্রধান এবং গ্রহণ করার নির্দেশনা অনুসরণ করে থাকে প্রোটোকলগুলি। নেটওয়ার্কে তথ্য প্রধানের ফরম্যাট এবং গ্রহণকারী ডিভাইসের মধ্যে সংযোগ করানোর নিয়ম। যে কোনো সমস্যা সমাধানের পদ্ধতি সংকেত প্রাপ্তির নির্দেশিকা নির্ধারণ করে থাকে। 

এই উপাদানগুলির সংযোগ করানোর মাধ্যমে বিভিন্ন সাধারণ নেটওয়ার্ক তৈরি করা হয়, যেমন লোকাল এলার্ম নেটওয়ার্ক (LAN), ওয়াইড এলার্ম নেটওয়ার্ক (WAN), ম্যান নেটওয়ার্ক (MAN) ইত্যাদি। এই নেটওয়ার্কগুলির মাধ্যমে কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রদান করা হয়। তার সাথে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে তথ্য বা ডেটা আদান-প্রদান করা হয়।

কম্পিউটার নেটওয়ার্কের উপাদান

কম্পিউটার নেটওয়ার্ক তিনটি উপাদানে তৈইরি করা হয়েছে যথা,

  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
  2.  নেটওয়ার্ক সফটওয়্যার।
  3. নেটওয়ার্ক হার্ডওয়্যার।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত একটি সফটওয়্যার যা ব্যবহারকারীদের বিশেষ বা ডিজিটালি কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এটি একটি কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন হিসেবে পরিচিত। বিশেষভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কার্যকারিতা সুবিধা এবং ব্যবহারকারী অভিজ্ঞতা বৃদ্ধি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে তার মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিচে উল্লেখ করা হয়েছে। 

  • অফিস স্যুট।
  • মিডিয়া প্লেয়ার।
  • ওয়েব ব্রাউজার।
  • ভার্চুয়াল মেশিন।
  • এডিটিং সফটওয়্যার।

এছারাও বর্তমানে অনেক ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে জার এক একটির কাজ এক এক রকম হয়ে থাকে।

নেটওয়ার্ক সফটওয়্যার 

নেটওয়ার্ক সফটওয়্যার হলো কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত সফটওয়্যার যা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করে থাকে। নেটওয়ার্ক সেটিংস, নেটওয়ার্ক সেকিউরিটি, ডাটা ট্রান্সফার, প্রোটোকল কন্ট্রোল ও পরিচালনা করার জন্য ব্যাবহার করা হয়।

নেটওয়ার্ক সফটওয়্যারের মধ্যে অনেক প্রকারের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন থাকতে পারে। তার মধ্যে থেকে গুরুত্বপুর্ন  কিছু নেটওয়ার্ক সফটওয়্যার উল্লেখ করা হলো।

  • নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম।
  • রাউটিং এবং সুইচিং সফটওয়্যার।
  • নেটওয়ার্ক সিকিউরিটি সফটওয়্যার।
  • ডেটা কমিউনিকেশন প্রোগ্রাম।
  • নেটওয়ার্ক সার্ভার সফটওয়্যার।

উপরে উল্লেখিত সফটওয়্যার গুলি নেটওয়ার্কে ভিত্তিক বিভিন্ন কাজে ব্যাবহার করা হয়। যার মধ্যে নেটওয়ার্ক প্রোটোকল , কনফিগারেশন ইত্যাদি সুরক্ষা সরবরাহের জন্য অন্তর্ভুক্ত থাকে।

নেটওয়ার্ক হার্ডওয়্যার

নেটওয়ার্ক হার্ডওয়্যার হলো নেটওয়ার্ক ইন্ফ্রাস্ট্রাকচারে ব্যাবহারের সরন্জামের সমষ্টি। যা নেটওয়ার্ক প্রতিষ্ঠান এবং নেটওয়ার্ক সেটাপের জন্য ব্যবহার করা হয়। এই হার্ডওয়্যারের উপাদানগুলি একটি নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে এবং সংযোগ সরবরাহ করে। 

নেটওয়ার্ক হার্ডওয়্যারের মধ্যে অনেক প্রকারের উপাদান থাকে তার মধ্যে কিছু উপাদান নিচে উল্লেখ করা হলো।

  • রাউটার।
  • সুইচ।
  • স্মার্ট সুইচ।
  • মডেম।
  • নেটওয়ার্ক কার্ড।
  • ফায়ারওয়াল।

নেটওয়ার্ক হার্ডওয়্যার এই উপাদানগুলির সমন্বয়ে একটি কার্যকর নেটওয়ার্ক ইন্ফ্রাস্ট্রাকচার তৈরি করে থাকে। যার মধ্যে ডেটা এবং সংযোগ ব্যবস্থা করানো হয়। এই হার্ডওয়্যারের উপাদানগুলি একটি ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত থাকে। যাতে ব্যবহারকারীরা সহজেই  এটি ব্যাবহার করতে পারে।

কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ

কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ অনেক ধরনের হয়ে থাকে। তবে সাধারণ ভাবে কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্বপুর্ন বিষয় গুল তুলে ধরা হয়েছে।

  • লোকাল এলার্ম নেটওয়ার্ক (LAN)
  • ওয়াইড এলার্ম নেটওয়ার্ক (WAN) 
  • ম্যান নেটওয়ার্ক (MAN)
  • গ্লোবাল নেটওয়ার্ক (GAN)
  • পার্সোনাল এলার্ম নেটওয়ার্ক (PAN)

লোকাল এলার্ম নেটওয়ার্ক (LAN)

 LAN হলো একটি নির্দিষ্ঠ এলাকায় অনেকগুলি কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের সাথে সীমিত একটি প্রতিষ্ঠানের ভিত্তিতে তৈরি করা হয়। এই নেটওয়ার্কে সাধারণভাবে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ ইত্যাদি ডিভাইস থাকে। LAN এ সাধারণভাবে ব্যাবহার কনেকশন এর মাধ্যমে এথারনেট বা ওয়াইফাই ব্যবহার করা হয়।

ওয়াইড এলার্ম নেটওয়ার্ক (WAN)

WAN হলো একটি বড় এরিয়ায় বিভিন্ন লোকাল এলার্ম নেটওয়ার্কের (LAN) মধ্যে সংযোগ করার জন্য ব্যবহৃত নেটওয়ার্ক। WAN এর উদাহরণ হতে ইন্টারনেট, সার্কিট স্বিচ ডাটা (Circuit Switched Data) নেটওয়ার্ক ও প্যাকেট স্বিচ ডাটা (Packet Switched Data) নেটওয়ার্ক এবং মেট্রোপলিটান এলার্ম নেটওয়ার্ক (MAN) ইত্যাদি থাকে।

ম্যান নেটওয়ার্ক (MAN)

MAN হলো একটি সীমিত এলাকায় বিশেষ করে শহরের মধ্যে অনেকগুলি লোকাল এলার্ম নেটওয়ার্কের (LAN) সংযোগের জন্য তৈরি করা হয়েছে।

গ্লোবাল নেটওয়ার্ক (GAN)

GAN হলো বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক যা বিশেষভাবে বিশাল এলাকাতে সংযুক্ত হয়। গ্লোবাল নেটওয়ার্কে বিশ্বের বিভিন্ন অংশে অনেকগুলি বৃহত্তর নেটওয়ার্ক যুক্ত থাকতে পারে, যা ইন্টারনেট এবং বিশ্বব্যাপী সার্ভিস প্রোভাইডারের (ISP) মধ্যে সংযোগ করে।

পার্সোনাল এলার্ম নেটওয়ার্ক (PAN)

PAN হলো একটি ছোট নেটওয়ার্ক যা সাধারণভাবে একটি ব্যক্তির জন্য ব্যাবহার করা হয়। PAN সাধারণভাবে ইনফ্রারেড সংযোগের মাধ্যমে সংযোজন করা হয়। যা একটি ব্যক্তির ব্যক্তিগত ডিভাইসের মধ্যে তথ্য প্রদান করে থাকে।

কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী

কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো কম্পিউটারগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে এবং তথ্য সংগ্রহ, করতে সাহায্য করা। এবং সংবেদনশীলতা বৃদ্ধি করতে একে অপরের সাথে ভাগ করা। যেখানে ডিভাইসগুলি সম্পর্কিত তথ্য গ্রহণ করে। যেমন,

কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্যের মধ্যে প্রধান কিছু উদ্দেশ্য তুলে ধরা হলোঃ

  • তথ্য শেয়ারিংঃ নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত এবং পেশাদার তথ্যের শেয়ারিং সহজ করা। যেমন, কম্পিউটার, প্রিন্টার, ফাইল সার্ভার, ডাটাবেস সার্ভার ইত্যাদির।
  • সংবেদনশীলতাঃ নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলি সংবেদনশীল হয়ে থাকে, যাতে তারা ব্যক্তিগত বা প্রয়োজনীয় তথ্যের প্রক্রিয়া করতে পারে।
  • সংযোগঃ নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার, প্রিন্টার, সার্ভার, স্টোরেজ ডিভাইস, ডিজিটাল ডিভাইস ইত্যাদির মধ্যে সংযোগ করা হয়। এটি সম্পূর্ণ তথ্যের প্রবাহ করে যা কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে সার্ভিস প্রদান করতে সাহায্য করে।
  • মাল্টি অ্যাক্সেসঃ নেটওয়ার্কের মাধ্যমে একই সময়ে একাধিক ব্যাক্তি তথ্য অ্যাক্সেস করতে পারে এবং এটি একাধিক কাজ করতে পারে।
  • সিকিউরিটিঃ নেটওয়ার্কের মাধ্যমে ডেটা এনক্রিপ্ট করা যায়, এটি অনুমতি প্রদান করে এবং অনুমতি ব্যবস্থাপনা প্রদান করে যাতে বিশেষজ্ঞতা ছাড়াই অন্যান্য সেটিংসের সাথে ডেটা সংরক্ষন থাকে।

শেষ কথা

প্রিয় পাঠোক গন কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। তবুও আপনার কাছে কোন প্রশ্ন থাকে তবে সকমেন্ট করে জানাবে। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন