জেনে নিন ব্রাউজার কি? কিভাবে কাজ করে ও ব্রাউজার এর ইতিহাস

 ব্রাউজার হলো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট, ওয়েব পেজ, ওয়েব অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেট সেবা প্রদান করে থাকে।

জেনে নিন ব্রাউজার কি? কিভাবে কাজ করে ও ব্রাউজার এর ইতিহাস

আমরা জারা সারাদিন অনলাইনে ঘোরাঘুরি করে থাকি তার সবাই ব্রাইজারের সাথে পরিচিত। কিন্তু আমাদের মধে অনেকেই রয়েছে জারা ব্রাউজার সম্পর্কে কিছুই জানেনা। সেই সকল মানুষের সাথেই আজ ব্রাইজারের কি এবং ইতিহাস সহ বিস্তারিত আলচনা করবো।

বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পর্ণ পরুন

ব্রাউজার কি?

ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট, ওয়েব পেজ, ওয়েব অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। এটি সাধারণত ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার পরিচিত পরিচিত।

ব্রাউজারের মাধ্যমে আপনি ইন্টারনেটে কোন কিছু সার্চ করতে পারেন, ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ইমেল চেক করতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, ভিডিও দেখতে পারেন এবং অন্যান্য অনলাইন সেবা ব্যবহার করতে পারেন। ব্রাউজারের প্রধান কাজ হলো ওয়েবসাইটের সার্ভারে রিকোয়েস্ট পাঠানো এবং ওয়েবসাইট থেকে ডাটা আপনার সামনে প্রদর্শন করা।

ব্রোউজারের প্রকার ভেদ

স্বাধারনত ব্রাউজারকে তিনভাগে ভাগ করা যায় যথাঃ

১। ডেস্কটপ বা উইন্ডোজ ব্রাউজারঃ

ডেস্কটপ ব্রাউজার হলো যে ব্রাউজার শুদু মাত্র উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইত্যাদি অপারেটিং সিস্টেমে ইনস্টল করা যায়। এই ধরনের ব্রাউজারগুলিকে উইন্ডোজ ব্রাউজার বলা হয়। এই  ব্রাউজার গুলো প্রয়োজনীয় ফিচার বড় স্ক্রিনে ভালো কাজ করে থাকে।

২। মোবাইল ব্রাউজারঃ

মোবাইল ব্রাউজার হলো যে ব্রাউজার শুদু মাত্র স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য মোবাইল ডিভাইসে ইনস্টল ও ব্যাবহার করা যায়। এই ধরনের ব্রাউজার স্মার্টফোনের ছোট স্ক্রিনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সাধারণভাবে এই ধরনের ব্রাউজার ডেস্কটপ ব্রাউজারের সাথেমিলবেনা। তবে এদের কাজ একি।

৩। টেক্সট ব্রাউজারঃ

টেক্সট ব্রাউজার হলো যে ব্রাউজার শুধুমাত্র টেক্সট ভিত্তিক ওয়েব সাইট বা ওয়েব পেজের কন্টেন্ট প্রদর্শন করতে সক্ষম হয়। এই ধরনের ব্রাউজার কিছু প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, Lynx েএটি হলো টেক্সট ব্রাউজারে।

ব্রাউজার কিভাবে কাজ করে

উপরে উল্ল্যিখিত বিষয়ে আপনি জেনেছেন ব্রাউজার একটি এপ্লিকেশন। এই একটি এপ্লিকেশন এর অনেক কাজ রয়েছে। যেমন এটি ওয়ল্ড ওয়াইড বিভিন্য তথ্য খুযে বের করে ব্যাবহার কারির সামনে প্রদর্সন করে থাকে। তার কয়েকটি উদাহারন নিচে উল্লেখ করা হল।

১। ওয়েবসাইটের ঠিকানা প্রদানঃ ব্রাউজারে আপনি ওয়েবসাইটের ঠিকানা (URL) দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।

২। ওয়েবসাইটের সার্ভারে রিকোয়েস্ট পাঠানোঃ আপনি ব্রাউজার কোন কিছু লিখে সার্চ  করলে ওয়েবসাইটের সার্ভারে তথ্যে জন্য অনুরোধ জানিয়ে একটি রিকোয়েস্ট পাঠায়।

৩। ওয়েবসাইটের সার্ভার থেকে প্রত্যুত্তর পেয়ে আসাঃ ওয়েবসাইটের সার্ভার রিকোয়েস্টের উত্তর প্রধান করে, যাতে ব্রাউজার সেই তথ্য ব্যাবহার কারির কাছে প্রদর্শন করতে পারে।

৪। ডেটা প্রদর্শনঃ ওয়েবসাইটের সার্ভার থেকে তথ্য ব্রাউজার ক্যাচ করে ওয়েব পেজের ডিসপ্লেতে  প্রদর্শন করে থাকে। এই তথ্যে ভিডিও, ছবি, টেক্সট, লিঙ্ক, ইত্যাদি হয়ে থাকে।

৫। ইউজার অ্যাকশনঃ ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে ব্যবহারকারীর অ্যাকশন স্বীকার করতে পারে, যা ওয়েবসাইটের পৃষ্ঠাগুলি খুযতে করতে সাহায্য করে। এগুলি ইউজারের প্রতিক্রিয়া অনুমতি নেওয়া, বিনা পৃষ্ঠা পুনরায় লোড করা, ভিডিও প্লে করা, ফরম সাবমিশন করা, স্ক্রিনশট গ্রহণ করা ইত্যাদি হয়ে থাকে।

৬। ক্যাচ কন্ট্রোলঃ ব্রাউজার ক্যাচ করা ডেটা সময়ে সময়ে সো করাতে পারে যাতে প্রয়োজনে পুনরায় লোড করতে সময় নষ্ট হয় না। এই প্রক্রিয়া পেজ লোডিং সময়ে সাহায্য করে।

এইভাবে ব্রাউজার ওয়েব পৃষ্ঠাগুলি প্রদর্শন করতে সাহায্য করে, এই প্রক্রিয়া প্রতিবেশী পৃষ্ঠাগুলি প্রদর্শন করতে বিশেষভাবে ক্ষমতা প্রদান করে থাকে। এই প্রক্রিয়া গুলি ডেটা প্রদর্শনে ভূমিকা পালন করে থাকে।  ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে এবং ওয়েব ব্রাউজার  ব্যবহারকারীর প্রয়োজনীয়তা পূরণ করে থাকে।

জনপ্রিয় কয়েকটি ব্রাউজার (browser) এর নাম

ব্রাউজার বিশ্বব্যাপী ব্যবহারের জনপ্রিয়তা এবং অনেক ব্রাউজার রয়েছে। যা এক এক জন ব্যাক্তি এক একটি ব্রাউজার ব্যাবহার করে থাকে। তাই কিছু জনপ্রিয় ব্রাউজারের নাম নিচে উল্লেখ করা হলঃ

  • Google Chrome
  • Mozilla Firefox
  • Microsoft Edge
  • Apple Safari
  • Opera
  • Brave

এগুলো শুদু মাত্র কিছু জনপ্রিয় ব্রাউজারের নাম এমন আরও অনেক ব্রাউজার রয়েছে যা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ভ্রবহার করা হয়।

প্রথম ওয়েব ব্রাউজার এর নাম কি ছিল

প্রথম ওয়েব ব্রাউজারের নাম WorldWideWeb ছিল। এটি একজন ব্রিটিশ প্রোগ্রামার  তৈরি করেছিলেন। এটি ১৯৯০ সালে উন্মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশ করা হয়। তবে, বর্তমানে ব্যবহার করা ব্রাউজারের মতো এই WorldWideWeb  ব্রাউজারের প্রয়োজনীয় বৈশিষ্ট্য ছিল না এবং আধুনিক ব্রাউজারের মতো ওয়েব সার্ভার এবং মাল্টিমিডিয়া সাপোর্ট ছিল না।

ব্রাউজার এর ইতিহাস

ওয়েব ব্রাউজারের ইতিহাস খুবই রোমাঞ্চকর একটি  ইতিহাস। এটি ইন্টারনেটের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যা ওয়েব পৃষ্ঠাগুলি দেখারিএবং এক্সেস নেয়ার জন্য ব্হযাবহার কর হয়। নিচে কিছু মৌলিক ধাপের মাধ্যমে ওয়েব ব্রাউজারের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে।

WorldWideWeb 

প্রথম ওয়েব ব্রাউজার হিসেবে ১৯৯০ সালে উন্মুক্ত সফটওয়্যার WorldWideWeb টিম বার্নার্স-লি এবং ভার্নার্স লি তৈরি করেছিলেন। 

Mosaic

১৯৯৩ সালে মিশিগান সংস্থানের মহাবিদ্যালয়ের একটি দল Mosaic ব্রাউজার তৈরি করেছিলেন। এটি প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত লাভ করেছিলেন।

Netscape Navigator

১৯৯৪ সালে মুক্ত সফটওয়্যার হিসেবে Netscape Communications Corporation Netscape Navigato ব্রাউজার  তৈরি করেছিলেন।

Opera

অপেরা ব্রাউজার Opera Software AS প্রতিষ্ঠান তৈইরি করেছেন। এটি একটি মাল্টি প্লাটফর্ম ব্রাউজার।

Internet Explorer

Microsoft এই ব্রাউজারটি Internet Explorer (IE) নামে ১৯৯৫ সালে প্রকাশ করা হয়। এটি শুদু মাত্র Windows অপারেটিং সিস্টেমের জন্য তৈইরি করা হয়েছিল।

Microsoft Edge

Microsoft Edge ব্রাউজার মাইক্রোসফট তৈরি করেছেন।

Mozilla Firefox

Mozilla Firefoxবা শুধুমাত্র Firefox হলো একটি প্রসিদ্ধ ওয়েব ব্রাউজার যা Mozilla Foundation এবং Mozilla Corporation  ২০০২ সালে তৈইরি করেছিলেন। এটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও সুপরিচিত ব্যবহারকারী ইন্টারফেস দেয়।

Google Chrome

Google Chrome প্রথম ব্যক্তিগত ওয়েব ব্রাউজার হিসেবে ২০০৮ সালে  Google তৈইরি করেন। বর্ত মানে Chrome ব্রাউজার পপুলার।

শেষ কথা

প্রিয় পাঠক গন এই আর্টিকেলে ব্রাউজার কি? কিভাবে কাজ করে ও ব্রাউজার এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এ বিষয়ে আপনার জদি কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন