জানুন সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা ও ব্যাবহার

সাইবার সিকিউরিটি হলো ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারী ব্যাক্তিদের তথ্য নেটওয়ার্ক এবং অনলাইন কার্যকলাপের সুরক্ষা প্রদানের একটি মাধ্যম। জার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যাবহার কানি নিজেকে সাইবার এটাক থেকে রক্ষ করতে পারে।

জানুন সাইবার সিকিউরিটি কি সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা ও ব্যাবহার

বর্তমান সময়ে আমরা সবাই ইন্টারনেটের সাথে সু-পরিচিত। প্রযুক্তির সাথে তালমিলাতে গিয়ে বারছে সাইবার ক্রাইম। যে ক্রাইমের মাধ্যমে একজন মানুষকে সর্বসান্ত করে দিতে পারে। তাই ইন্টারনেট ব্যাবহার কারি প্রতিটি মানুষের প্রয়জন  সাইবার সিকিউরিটি গ্রহন করা।

কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন জারা  সাইবার সিকিউরিটি কি সেটাই জানেন না। তাই এই র্টিকেলে  সাইবার সিকিউরিটি কি, কাকে বলে, সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা,কিভাবে সাইবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করবেন এই বিষয়ে বিস্তারিত আলচনা করা হয়েছে।

বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পর্ণ পরুন

সাইবার সিকিউরিটি কি?

সাইবার সিকিউরিটি হলো ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারী ব্যাক্তিদের তথ্য সিস্টেম নেটওয়ার্ক এবং অনলাইন কার্যকলাপের সুরক্ষা প্রদানের একটি মাধ্যম জার নাম সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইন্টারনেট এবং ডিজিটাল উপায়ে ব্যাবহার কারির সিস্টেম, নেটওয়ার্ক, তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে।

এটি তথ্য, ডেটা, পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত পরিচয়, ফাইল, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলির সুরক্ষা নিশ্চিত করে করে থাকে। এটি বিভিন্ন প্রাক্রয়ায় এনক্রিপ্টিং ফায়ারওয়াল প্রোটেকশন অ্যান্টিভাইরাস সফটওয়্যার, মালওয়্যার রিমোভাল, এবং সিস্টেম আপডেট সম্পর্কে ব্যাবহার কারির সাথে যোগাযোগ করে থাকে।

সাইবার সিকিউরিটি কত প্রকার ও কি কি

সাইবার সিকিউরিটিকে পাচ ভাগে ভাগ করা হয়েছে চলুন উক্ত পাচটি বিষয় জেনে নেই

১।নেটওয়ার্ক সিকিউরিটি

নেটওয়ার্ক সিকিউরিটি সাইবার আক্রমণ এবং আক্রমণের বিরুদ্ধে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের সুরক্ষা দিয়ে থাকে। এটি একটি ফায়ারওয়াল ইনট্রাসেপশন ডিটেকশন সিস্টেম।

২।ডাটা সিকিউরিটি

সাইবার সিকিউরিটির মধ্যে ডাটা সিকিউরিটি একটি প্রধান বিষয়। যা ডাটাবেসের সুরক্ষা প্রধান করে থাকে।

৩।অ্যাপ্লিকেশন সিকিউরিটি

অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশনিইনএস্টল করার সময় সুরক্ষা প্রধান করে থাকে সিকিউর কোডিংেএর মাধ্যমে।

৪।মোবাইল সিকিউরিটি

মোবাইল সিকিউরিটি স্মার্টফোন এবং অ্যাপ্লিকেশনের সুরক্ষা দিয়ে থাকে। এটিকে মোবাইল ডিভাইসে সুরক্ষিত অপারেটিং সিস্টেম বলা হয়। 

৫।ক্লাউড সিকিউরিটি

ক্লাউড প্ল্যাটফর্মে ডেটা সংরক্ষণ এবং অ্যাপ্লিকেশন ইনএস্টল করার সুরক্ষা প্রধান করে থাকে।

সাইবার সিকিউরিটির উদ্দেশ্য 

সাইবার সিকিউরিটির উদ্দেশ্য হলো ইন্টারনেট ব্যাবহার কারিদের সাইবার আক্রমণে সুরক্ষিত ব্যবস্থা গোরে তোলা।সাইবার সিকিউরিটি সংস্থা, ব্যক্তি, বা সার্বিক উপায়ে একটি স্কেলে প্রযুক্তি।

সাইবার সিকিউরিটির কাজ

সাইবার সিকিউরিটির কাজ হলো ইন্টারনেট ব্যাবহার কারিকে সুরক্ষা প্রদান করা। সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এটি নিরাপত্তা ও গোপনীয়তা সম্পর্কে সুরক্ষা নিশ্চত করে থাকে। তাই গুরুত্বপূর্ণ কিছু সাইবার সিকিউরিটির কাজ নিচে উল্লেখ করা হল।

  • নেটওয়ার্ক স্ক্যান
  • আক্রমণ প্রতিরোধ
  • ডাটা এনক্রিপশন
  • স্বায়ত্তশাসিত এবং প্রাসঙ্গিক প্রশাসন
  • অনুমানিত এবং কার্যকরী ব্যবস্থা

নেটওয়ার্ক স্ক্যান

যে সকল নেটওয়ার্কে সিকিউরিটির ঝুঁকি থাকে সেগুলো কে সনাক্ত করার জন্য নেটওয়ার্ক স্ক্যানিং করা হয়ে থাকে। 

আক্রমণ প্রতিরোধ

আক্রমণ প্রতিরোধ সিস্টেমগুলি সাইবার হামলার থেকে ব্যাবহার কারিকে রক্ষা করে থাকে। এটি ব্যবহারকারী ব্যাবস্থাপনা আক্রমণ প্রতিরোধ সংযোজন সিকিউরিটি আপগ্রেড, ফায়ারওয়াল, এনটিভাইরাস সফটওয়্যার, মালওয়্যার রিমোভাল ইত্যাদির হয়ে থাকে।

ডাটা এনক্রিপশন

গোপনীয় তথ্য এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখার জন্য ডাটা এনক্রিপশন ব্যবহার করা হয়ে থাকে। এটি গোপনীয় ডাটা যেমন ক্রেডিট কার্ডের তথ্য, ব্যক্তিগত তথ্য, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদির উপর আক্রমণ হওয়ায় সুরক্ষা প্রধান করে থাকে।

স্বায়ত্তশাসিত এবং প্রাসঙ্গিক প্রশাসন

একটি সংস্থা বা সাইবার নেটওয়ার্কের সুরক্ষার জন্য প্রশাসন সার্ভারের সুরক্ষা খুবি প্রয়োজন হয়ে থাকে। প্রশাসন সার্ভারে সুরক্ষার জন্য, সক্ষম সিস্টেম এডমিনিস্ট্রেটরদের একাউন্টের উপযুক্ত অনুমতি এবং একাউন্ট স্থাপন সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে।

অনুমানিত এবং কার্যকরী ব্যবস্থা

আক্রমণের চেষ্টা থেকে রক্ষা করতে আপনার সাইবার নেটওয়ার্ক এবং সিস্টেমে সেকিউরিটি ব্যবস্থা স্থাপন করা খুবি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটি আক্রমনের সম্মুখীন হন তবে সিকিউরিটি ব্যবস্থা আপনাকে রক্ষা করবে।

সাইবার অ্যাটাক কত ধরনের হতে পারে

সাইবার হামলা বা সাইবার অ্যাটক  বিভিন্ন ধরনের হয়ে থাকে। কারন এক একজন সাইবার অপরাধ কারি এক একটি উপায় ব্যাবহার করে থাকে। তাই নিচে সচারাচার হওয়া কয়েকটি সাইবার অ্যাটাক এর মাধ্যম তুলে ধরা হয়েছে।

  1. Malware
  2. Phishing
  3. Denial of Service - DoS
  4. Ransomware
  5. Social Engineering

ম্যালওয়্যার (Malware) 

ম্যালওয়্যার হলো সাইবার ক্রাইমের সব চেয়ে সহজ মাধ্যম বা যা কম্পিউটার, স্মার্টফোন, বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতিকারক সফটওয়্যার। ম্যালওয়্যার একটি ব্যক্তির বা সংস্থার গোপন তথ্য হাতিয়ে নিতে, জেকোন ফাইল ধ্বংস করতে, নেটওয়ার্ক সংযোগ ডিসকানেট করতে ব্যাবহার করা হয়।

ফিশিং (Phishing)

ফিশিং হলো এক জন ইন্টারনেট ব্যাবহার কারীর ব্যক্তিগত তথ্য চুরির জন্য ব্যবহার করে থাকে। যেখানে একটি লিংক ব্যাবহার করে ভিকটিমের বিভিন্য একাইন্টের পাসওয়ার্ড সংরক্ষন করার মাধ্যম হল ফিশিং।

ডেনিয়াল অফ সার্ভিস (Denial of Service - DoS)

এই ধরনের হামলা একটি সার্ভার বা সাইটে তীব্র ট্রাফিক প্রেরণের মাধ্যমে সেই সার্ভারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এটি একটি সার্ভিস হামলা (Service Attack) হিসেবে পরিচিত মাধ্যম।

র‍্যানসমওয়্যার (Ransomware)

র‍্যানসমওয়্যার এক প্রকার ম্যালওয়্যার মাধ্যম যা কম্পিউটারের অ্যাক্সেস সহ ফাইলগুলির অ্যাক্সেস নিয়ে নেয়। 

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের অপরাধ কারিরা সামাজিক মাধ্যম যেমন, ইমেল, ফোন বা অন্যান্য মাধ্যম ব্যাবহার করে বিভিন্ন উপায়ে মানুষের মানসিক ভাপমুর্তি পরিবর্তন করে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার জন্য তাদের্কে বাধ্য করে তোলে।

সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব

সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিশিম। কারন বর্তমান সময়ের টেকনলজির সাথে তালমিলিয়ে চলতে গেলে এবং ইন্টারনেট জগতে নিজেকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই সাইবার সিকিউরিটি ব্যাবহার করতে হবে। তার কয়েকটি উদাহর নিচে উল্লেখ করা হল।

ব্যক্তিগত তথ্য রক্ষাঃ আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের মানুষের সাথে নজেকে সংযোগ করে রাখি। এই কমিউনিটি গরার মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য সািইবার ক্রাইমারদের কবলে পরতে পারে। যা আপনাকে ভিব্রত করে বিভিন্য সমস্যার সম্মুখিন করতে পারে। তাই সাইবার সিকিউরিটির মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করে ইন্টারনেট দুনিয়ায় আপনাকে সুরক্ষিত রাখতে পারেন।

ব্যবসায়িক তথ্য সুরক্ষাঃ বিশ্বের বড় বড় কোম্পানি গুলর বিভিন্য ব্যবসায়িক তথ্য খুবি মূল্যবান। অনেক সময় সাইবার সিকিউরিটির অভাবে সেই সকল তথ্য প্রকাম হয়ে জায়। জার কারনে সেই সকল কম্পানিকে বিভিন্য সমস্যা নম্মুখিন হতে হয়। তাই এই ধরনের কম্পানি গুলর ব্যবসায়িক তথ্য সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষাঃ সরকার অথবা ব্যক্তিগত ব্যবসায়ের জন্যএকটি স্ট্রাকচার নেটওয়ার্ক সুরক্ষা গুরুত্বপূর্ণ। কারন সাইবার ক্রাইমাররা নেটওয়ার্কের মাধ্যমে এসব সার্ভারে প্রবেশ করার চেষ্টা করে থাকে। তাই সাইবার সিকিউরিটির মাধ্যমে এসব অনৈইতিক প্রবেশ আটকাতে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের সুরক্ষার মাধ্যম ব্যাবহার করা উচিৎ।

কিভাবে সাইবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করবেন?

  • ০১) সাইবার আক্রমন থেকে নিজেকে রক্ষা করতে অন্তত প্রতি মাসে এক বার আপনার ডিবাইসের সফটওয়্যার এবং সিস্টেমকে আপডেট করুন। এতে আপনার ডিবাইসে কোন ভাইরাস থাকলে তােআপডেটের সাথে ধংশ হয়ে জাবে।
  • ০২) সাইবার আক্রমন থেকে নিজেকে রক্ষা করতে আপনার ডিভাইসে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করুন। কারন এন্টিভাইরাস সফটওয়্যার গুল আপনার ডিবাইসকে ভাইরাস প্রবেশের থেকে সুরক্ষিত রাখবে। 
  • ০৩) সাইবার আক্রমন থেকে নিজেকে রক্ষা করতে আপনার প্রয়জনিয় একাউন্টের পাসওয়ার্ড শক্তিশালি করে তুলুন। জতে সােইবার ক্রাইমাররা এটি অনুমান করতে অক্ষম হয়।
  • ০৪) সাইবার আক্রমন থেকে নিজেকে রক্ষা করতে অপ্রয়জনিয় ইমেইল ওপেন করা বন্দ করুন। কারন এইসব ইমেইলে মধেই ভাইরাস থাকতে পারে এবং সেটা কোন সাইবার ক্রাইমারের সরাজন্ত্র হতে পারে আপনার ত্যে চুরি করার জন্য।
  • ০৫) সাইবার আক্রমন থেকে নিজেকে রক্ষা করতে কোন প্রকার অপরিচিত লিংকে প্রবেস করবেন না। এই লিংক এর মাধ্যমে আপনার ডিবাইসে ভাইরাস ইনএস্ট্রল করে আপনার তথ্য চুরি করতে পারে।

নিজেকে সাইবার আক্রমন থেকে নিজেকে রক্ষা করতে উপরে উল্লেখিত বিসয় গুল মাথায় রেখে ইন্টারনেট দুনিয়াতে রাজক্ত করপে পারেন। মনে রাখবেন আপনার ডিবাইসে ছোট্ট একটি ভাইরাস ইনএস্ট্রল করে আপনার সকল তথ্য নিয়ে নিতে পারে সাইবার অপরাধের সাথে যুক্ত অপরাধিরা।

শেষ কথা

প্রিয় পাঠক গন এই আর্টিকেলে সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা ও ব্যাবহার সম্পর্কে বিস্তারিত আলচনা করা হয়েছে। তবুও আপনার মনে জদি সাইবার সিকিউরিটি নিয়ে কোন প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন